৪ দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওরে ভাসমান অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুন মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের হাওরের পানিতে বোরকা পরা অবস্থায় একজন নারীর লাশ ভাসমান অবস্থায় থাকতে দেখে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানদের খরব দেন এলাকাবাসী। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার ঘটনাস্থলে পৌঁছে মা ও ছেলের লাশ দেখতে পান।

নিহতরা হলেন- উপজেলার দরবস্ত ইউপির মহালীখলা গ্রামের মৃত আজব আলীর স্ত্রী নাজমুন নেছা (৫০) এবং তার ছেলে আব্দুর রহমান (১৪)।

এলাকাবাসী জানান, গত শুক্রবার মেয়ের বাড়ি ছাতারখাই যাওয়ার পথে বাছার খাল এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যেতে পারেন। বন্যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মেয়ে তার মায়ের খবর নিতে পারছিলেন না। এদিকে মেয়ে মনে করেছেন পানি ও বিদ্যুৎ না থাকায় তার মা খবর নিতে পারছেন না।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আমরা লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্ট তৈরি করে অধিকতর তদন্তের জন্য মা ও ছেলের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।’

শেয়ার করুনঃ