গত কাল ০১ এপ্রিল বাংলাদেশ যুব ইউনিয়ন এর সহযোগিতায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বৃহত্তর উত্তরা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মাসুদ রানার নেতৃতে ১০০ শ্রমিক পরিবারের জন্য চাল ডাল তেল পিয়াজ লবণ সাবানসহ দরকারি জিনিসপত্র প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বৃহত্তর উত্তরা আঞ্চলিক কমিটির নেতা জাহানারা, হান্নান, কবি হানিফ, শেখ কামরুল ইসলাম, হৃদয় হোসেনসহ ভিভিন্ন কারখানার বেসিক ইউনিয়নের অনেকে। এসময় উত্তরা অঞ্চলে কয়েকটি কারখানায় শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদ জানিয়ে মাসুদ রানা বলেন, করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কিছু গার্মেন্ট মালিক শ্রমিক ছাঁটায় করছে আবার কিছু গার্মেন্ট মালিক স্বাস্থ্যবিধি না মেনে জোর করে গার্মেন্ট কারখানা চালু রেখেছে। যেখানে মালিকরাই বলছেন করোনা ভাইরাসের কারণে তাদের ক্রয় আদেশ বাতিল হচ্ছে অন্ন দিকে সরকার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকা দিচ্ছে। তাহলে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কারখানা খুলে রাখার দরকার কি।
বৃহত্তর উত্তরা শিল্প এলাকায় শ্রমিক ও শ্রমজীবী মানুষের পাশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
