
কিন্তু বিশ্বকাপ শেষে যদি নেইমার জাতীয় দলকে বিদায় বলে দেন, ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সিটা পরবেন কে? অনেকের কাছেই নেইমারের যোগ্য উত্তরসূরি ভিনিসিয়ুস। কিন্তু নেইমার তাঁর জার্সির যোগ্য উত্তরসূরি ভিনিসিয়ুসকে মনে করেন না। অন্তত রদ্রিগোর কথায় সেটাই মনে হবে।
মৌসুম শেষে ছুটি কাটাতে যাওয়া রদ্রিগোর কথা—নেইমার তাঁকেই ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির ১০ নম্বরের যোগ্য উত্তরসূরি মনে করেন। রদ্রিগোর কথা, ‘নেইমার আমাকে বলেছেন, “আমি জাতীয় দল ছাড়ার পথে এবং ১০ নম্বরটা তোমারই।”’

এরপরও নেইমার রদ্রিগোকেই ১০ নম্বরের যোগ্য উত্তরসূরি মনে করেন। অবশ্য এখন পর্যন্ত যত কোচের অধীনই খেলেছেন দুজন, সব কোচই ঠান্ডা মাথার জন্য রদ্রিগোর প্রশংসা করেছেন, বয়স অনুযায়ী নাকি অনেক বেশি পরিণত রদ্রিগো। নেইমার হয়তো দলের নেতৃত্ব এমন একজনের কাঁধেই দেখতে চাইছেন। রদ্রিগো তাই এমন কথা শুনে আবেগে ভেসে যাচ্ছেন, ‘আমি বুঝতে পারছিলাম না এর উত্তরে তাঁকে কী বলব। আমি একটু বিব্রতও হয়েছি।’
তবে নেইমারের কাছ থেকে এমন প্রশংসাসূচক কথা শুনে আকাশে উড়ছেন না রদ্রিগো। পা মাটিতেই রাখছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। নেইমারের এমন কথার উত্তরে তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছি, যেন আরও কিছুদিন জাতীয় দলে খেলেন। বলেছি যে আমি চাই না এখনই অবসর নিক। আমার কথা শুনে শুধু হেসেছেন।’
তবে রদ্রিগো যে ব্রাজিলের ১০ নম্বর জার্সির স্বপ্ন দেখেন না তেমন নয়। সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন তিনিও দেখেন। এ কারণেই রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানের বলা একটি কথা সব সময় মনে রাখেন। রদ্রিগোকে কী বলেছিলেন জিদান, সেটাও সবাইকে জানালেন রিয়ালের উঠতি তারকা, ‘জিদান বলেছিলেন যে একদিন আমি বিশ্বের সেরা ফুটবলার হতে পারি।’