পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের সুনাধন্য ঐতিহ্যবাহী পাইকরহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা সম্পন্ন হয়েছে ।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সাকের আলী সেখ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন ।
১৬ জুন বৃহস্পতিবারে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতায় বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বিদায়ী শিক্ষার্থীদের ভাল ফলাফল ও কল্যাণে অনুষ্ঠানে দোয়া করা হয় ।
প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সাকের আলী সেখ বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
এই সময়ে প্রধান শিক্ষক মো: ফরহাদ হোসেন বক্তব্যে বলেন শিক্ষার্থীরাই তাদের মেধাবিকাশের মধ্যদিয়ে আগামী দিনে দেশকে আরো অগ্রসরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। আমি আশা করবো প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মেধা দিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষীকা, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ প্রমুখ