তামিম ও নাজমুল ছাড়া অন্যরা যা রান পাননি, সেটা

নিয়ে ভাবছেন না কোচ রাসেল ডমিঙ্গো। দলের খেলোয়াড়েরা তিন দিনের ম্যাচটি যেভাবে খেলেছেন, তাতে পুরোপুরি তৃপ্ত বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ। তাঁর মতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো টেস্টের আগে উইকেটে ব্যাটসম্যানদের সময় কাটানোটাই, ‘তিন দিনের ম্যাচটি ছেলেরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট ও তৃপ্ত। ব্যাটসম্যানরা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মাঝের ওভারগুলোয় আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’
গতকালকের অনুশীলন নিয়েও তৃপ্তি ছিল ডমিঙ্গোর কণ্ঠে, ‘আজকের অনুশীলন ভালো হয়েছে। যে ভেন্যুতে আগে খেলেছি, সেটিতে আবার ফিরতে পেরে ভালো লাগছে। এ মাঠে অনেক বাতাস। এর উইকেট ও কন্ডিশন এমনই। তবে আমরা উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছি। রাব্বি (ইয়াসির আলী) ছাড়া সবাই ফিট আছে। প্রত্যেকেই প্রথম টেস্ট খেলার জন্য বিবেচনায় আছে।’