পাবনা জেলার সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে কাশিনাথপুর ইউনিয়নের কড়িয়ালে ১৩ জুন-সোমবার-২০২২ইং তারিখে কৃষক কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাত প্রকল্পের আওতায় বাস্তাবায়িত প্রদর্শণীর লক্ষ্যে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় , রাজস্ব খাতের আওতায় বারি পেঁয়াজ -১ প্রদর্শনির আওয়াজন করা হয় |
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আঃ মজিদ সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা,উপজেলা কৃষি অফিস সাঁথিয়া, মোঃ ফরহাদ হোসেন, উপসহকারি কৃষি অফিসার, কাশিনাথপুর ব্লক,মোছাঃ নিপা খানম উপসহকারি কৃষি অফিসার, শহিদ নগর ব্লক,মোঃ আনিছুর রহমান, উপসহকারি কৃষি অফিসার, সাঁথিয়া, কৃষকদের মাঝে উপস্থিত ছিলেন মোঃআঃ আউয়াল, মোঃ আলহাজ মোল্লা, মোঃ আলম শেখ, মোঃ আশরাফুল, মোঃ হযরত শেখ সহ অন্যান্য কৃষক ও কৃষাণীগন উপস্থিত ছিলেন ।
কৃষি মাঠ দিবস অনুষ্ঠানে কাশিনাথপুর ব্লক এর উপসহকারি কৃষি অফিসার, মোঃ ফরহাদ হোসেন জানান বর্তমানে আমাদের দেশে বছরে প্রায় ৩৪ লক্ষ মেঃটন পেঁয়াজ দরকার হয়,কিন্তু উৎপাদন ২৫ লক্ষ মেঃটন, বাকিটা আমদানি করতে হয়।তাই উচ্চ ফলন শিল জাতের পেঁয়াজ চাষ বাড়াতে হবে।উক্ত প্রদর্শনির বিঘা প্রতি ফলন হয়েছে ৬৫ মন, ১৯.৫ মেঃটন /হেঃ প্রায়।