চট্টগ্রাম বন্দরে কনটেইনারে হঠাৎ ধোঁয়া

গত শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম। আজ দুজনের লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩।

শেয়ার করুনঃ