পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নে পর্যায় জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
৪জুন রোজ শনিবার সকাল ৮.৩০মিনিটে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রারাসায় হলরুমে জোনাল অফিসার মোঃমাসুদ রানার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ ধুলাউড়ি ইউনিয়ন শাখা জরিফ আহমেদ মাস্টার।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযো শামছুর রহমান, ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানাঃআনোয়ার হোসাইন। ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোঃ রকিবুল ইসলাম রতন , সাংবাদিক মোঃ শামীম আহমেদ প্রমুখ এছাড়াও বিভিন্ন জনশুমারি গূহগণনারকারীর সুপার ভাইজার ও গণনাকারীগণ উপস্থিত ছিলেন।