মিরপুরে অলিগলিতে শ্রমিকদের ওপর রাবার বুলেট, টিয়ারশেল লাঠিপেটা পুলিশের হামলার তীব্র নিন্দা
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও পোশাক শ্রমিকদের মজুরি ২০ হাজারের দাবি
আজ ৬ জুন ২০২২, সোমবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এবং সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু এক যুক্ত বিবৃতিতে মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন দমনের নামে অলিগলিতে ঢুকে পুলিশের রাবার বুলেট, টিয়ার শেল ও লাঠি চার্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আজ সকালে মহাসড়কে আসতে চাইলে ১০ নম্বর থেকে ২ নম্বর পর্যন্ত অলিগলিতে ঢুকে পুলিশ রাবার বুলেট , লাঠি চার্জ ও টিয়া্রর সেল নিক্ষেপ করে শ্রমিকদের আহত ও ছত্রভঙ্গ করে। রাবার বুলেটের স্প্রিন্টারে ক্ষতবিক্ষত করা হয় নিরীহ শ্রমিকরা অনেকেই স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে।
নেতৃবৃন্দ বলেন, আজ তৃতীয় দিনের মতো মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিক দ্রব্যমূল্য কমানো এবং মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। নেতৃবৃন্দ, ৫ জুন ২০২২ শ্রম মন্ত্রণালয়ে মালিক ও সরকার অনুষ্ঠিত বৈঠকে সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান এমপি শ্রমিকদের আন্দোলনকে ‘হটকারি’ হিসেবে আক্ষায়িত করার তীব্র নিন্দা জানান।। শাহজাহান খানের এ মন্তব্যকে শ্রমিক ও শিল্পের স্বার্থ বিরোধী বলেন তারা। তারা বলেন, পোশাকখাতের অগ্রগতি ধরে রাখতে হলে অবশ্যই শ্রমিকদের জীবনমান বৃদ্ধি করতে হবে এবং মজুরি বৃদ্ধি করতে হবে। ‘উন্নয়ন বিরোধী’ বা ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দিয়ে শ্রমিকদের ন্যায্য দাবি অগ্রাহ্য করার সুযোগ নেই। ফলে দ্রুত মজুরি বোর্ড গঠন এবং ২০ হাজার টাকা মজুরি নির্ধারনের দাবি জানায় তারা।
শ্রমিকদের এ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। তারা বলেন, যখন আন্দোলন এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে দ্রুত মালিক ও সরকারের মজুরি বোর্ডের ঘোষণা দেয়া দরকার সেখানে উল্টো শ্রমিকদের উপর নির্যাতন, দমনপীড়ন চলছে। দ্রুত মজুরি বোর্ড গঠন, বাজার নিয়ন্ত্রণের ঘোষণার বদলে আজ আবারো গ্যাসের দাম শতকরা প্রায় ২৩% বৃদ্ধির ঘোষণা এসেছে। এর ফলে শ্রমিকদের বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে অবধারিতভাবে। গ্যাসের মূল্য বৃদ্ধিতে অচিরেই বিদ্যুতের দামও বৃদ্ধি। এই পরিস্তিতি শ্রমিকদের জীবন আরো বিপর্যস্থ করবে বলে মনে করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যে উর্ধ্বগতিতে ২০১৮ সালে নির্ধারিত মজুরিতে কোনভাবেই পরিবার পরিজন নিয়ে টিকে থাকা সম্ভব না। বর্তমান বাজার দর অনুযায়ী ৪ জনের পরিবারে শুধুমাত্র চাল ডাল তেল নুন কেনাও সম্ভব নায় পুরো মাসের বেতন দিয়ে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পোশাক শ্রমিকদের বেতন ২০ হাজার টাকায় বৃদ্ধি এবং সারা দেশে জাতীয় ন্যুনতম মজুরী ঘোষণা ও মহার্ঘ ভাতার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।