বৈঠকে অংশ নিয়েছেন, এমন একাধিক নেতা জানান, যৌথ সভায় আওয়ামী লীগের নেতারা বলেন, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। সরকারের এই অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি ও ছাত্রদল উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। এই তৎপরতা রুখতে ৪ জুন সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগ। আর ঢাকা মহানগর উত্তর করবে ৮ জুন, ঢাকা মহানগর দক্ষিণ করবে ১০ জুন। এর বাইরে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা জুন মাসজুড়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন।

সভার শুরুতে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে কোনো আপত্তি নেই। কিন্তু শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আর আমরা কি বসে বসে তামাক খাব?’
সরকার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে মির্জা ফখরুল ইসলামের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাধার কোনো বিষয় নয়, আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে? সন্ত্রাসীকে কি বাধা দেব না?’