পাবনা জেলার কাশিনাথপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ মে বেলা ১টা ৩০ মিনিটে দিকে কাশিনাথপুর – বেড়া মহাসড়কে সাটিয়াকোলা চারাবটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে বেড়া থেকে কাশিনাথপুর এর উদ্দেশ্যে আসা ভ্যান ও কাশিনাথপুর থেকে যাওয়া ড্রাম ট্রাক এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম এখলাস। সে আমিনপুর থানার বাজার এলাকার আমিনপুরের সালাম শেখের ছেলে । সাটিয়াকোলা চারাবটতলা স্হানটির রাস্তাটা কিছুটা বাকা হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে
দুর্ঘটনার সংবাদ পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হন। কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ইনর্চাজ আলামীন জানান খবর পাওয়া পরেই আমরা ঘটনা স্থলে যাই এবং তাকে মৃত পাই। তারপরে সাথিঁয়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করি।