মুশফিক–লিটনের বিশ্ব রেকর্ড

২৫৩ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম

১০০ ও ০

বাংলাদেশের ইনিংসে দুটি শতক ও তিনটি শূন্য। টেস্টে এই প্রথম একই ইনিংসে একাধিক শতক ও তিনটি শূন্য দেখল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে সব মিলিয়ে এ ঘটনা আছে ৩৯টি।

১৫

টেস্টে ১৫তমবার এক ইনিংসে বাংলাদেশের একাধিক ব্যাটসম্যান শতক পেলেন। এর পাঁচবারই শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষেও এক ইনিংসে পাঁচবার বাংলাদেশের একাধিক ব্যাটসম্যান শতক পেয়েছেন।

২৪ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ

২৪ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ

২৪ রানে ৫ উইকেট

• টেস্টে দেশের মাটিতে আজই সবচেয়ে কম রানে প্রথম ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দেশে এর আগে বাংলাদেশ সর্বনিম্ন ৩০ রানে ৫ উইকেট হারিয়েছিল ২০০১ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে।
• শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে সর্বনিম্ন ৩৩ রানে প্রথম ৫ উইকেট খুইয়েছিল ২০০৭ সালে কলম্বোর পি সারায়।
• টেস্টে বাংলাদেশ ৩০ রানের কমে প্রথম ৫ উইকেট খুইয়েছে পাঁচবার, এর তিনবারই ২০২২ সালে।

টেস্টে কম রানে বাংলাদেশের প্রথম ৫ উইকেট

স্কোর বিপক্ষ ভেন্যু সাল
১৪/৫ জিম্বাবুয়ে হারারে ২০০৪
১৬/৫ দ. আফ্রিকা ডারবান ২০২২
১৮/৫ উইন্ডিজ অ্যান্টিগা ২০১৮
২৪/৫ শ্রীলঙ্কা মিরপুর ২০২২
২৭/৫ নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ ২০২২
মিরপুরে সবচেয়ে বেশি রান এখন মুশফিকুর রহিমের

মিরপুরে সবচেয়ে বেশি রান এখন মুশফিকুর রহিমের

তামিম ইকবাল ও মুমিনুল হকের পর বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা দুই ইনিংসে শতক পেলেন মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের শতক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৫টি শতক আছে মোহাম্মদ আশরাফুলেরও।

১৪১৭

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সবচেয়ে বেশি রান এখন মুশফিকুর রহিমের। মুশফিক পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (১৪০৯)।

৪৪৯৪

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখন মুশফিকুর রহিমের। এই রেকর্ডেও সাকিব আল হাসানকে (৪৪৮৩) পেছনে ফেললেন মুশফিক।

মিরপুরে মুশফিকের টেস্ট শতক। মিরপুরে টেস্টে সবচেয়ে বেশি শতকের রেকর্ডে মুমিনুল হকের পাশে বসেছেন মুশফিক।

টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলেছেন লিটন দাস

টেস্টে সর্বোচ্চ ইনিংস খেলেছেন লিটন দাস

১৩৫

টেস্টে লিটন দাসের সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ১১৪, ২০২১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে।

১৩ বছর পর টেস্টে গোল্ডেন ডাক পেলেন সাকিব আল হাসান। আজকের আগে ২০০৯ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই।

শেয়ার করুনঃ