‘সিনেমা হলে এনে আমি কখনওই দর্শককে ঠকাইনি’

মনপুরা, মনের মানুষ, দেবী, আয়নাবাজির ব্যাপক সাফল্যের পর চঞ্চল চৌধুরী এবারে আসছেন পাপপুন্য নিয়ে

চঞ্চল চৌধুরী একাধারে টিভি নাটক বিজ্ঞাপনে নিজের জাত চিনিয়েছেন। তবে গত কয়েক বছরের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে সবচেয়ে বেছে বেছে ছবি করলেও প্রত্যেকটা ছবিতে চঞ্চল চৌধুরী দর্শক টেনেছেন নতুনভাবে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এমন সফলতা গড় আর একজন তারকারও নেই!

সম্প্রতি এই অভিনেতা নিজের চলচ্চিত্রের কিছু লুক পোস্টার পোস্ট করে লিখেছেন, ‘আমি আমার সিনেমার ক্যারিয়ারে হলে এনে কখনওই দর্শককে ঠকাইনি। সেই ধারাবাহিকতায় ‘পাপপূন্য’ ছবিটি করেছি। আমি সবসময় ভিন্ন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্রে দর্শকেরা আগে কখনও আমাকে দেখেনি।’

উল্লেখ্য, মনপুরা, মনের মানুষ, দেবী, আয়নাবাজির ব্যাপক সাফল্যের পর চঞ্চল চৌধুরী এবারে আসছেন পাপপুন্য নিয়ে।

280116258_563022338515356_5961287856861058672_n

‘পাপপূন্য’

একই সাথে মনপুরা মুক্তির দীর্ঘ কয়েক বছর পরে গিয়াস উদ্দিন সেলিমের ছবিতে থাকছেন চঞ্চল চৌধুরী। সেলিম-চঞ্চল এই নির্মাতা অভিনেতা জুটির রসায়ন বরাবরই দর্শকদের নতুন এক কৌতুহল তৈরি করবে, যা বলার অপেক্ষা রাখে না।

ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। একই সাথে আমেরিকায় রেকর্ডসংখ্যক সিনেমাহলে ছবিটি মুক্তি পাচ্ছে।

শেয়ার করুনঃ