সাবরিনা শারমিন বলেন, গতকাল মঙ্গলবার বাজার মনিটরিংয়ের সময় পৌর শহরের কর্মকার পাড়ায় দুই ভাই ট্রেডার্স নামে একটি দোকানের গুদামে তেলের সন্ধান পাওয়া যায়। স্থানীয় এক ব্যক্তির সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে তেলের সন্ধান পাওয়া যায়। উদ্ধার হওয়া তেলগুলোর প্রতি লিটার বোতলের গায়ে দাম লেখা ছিল ১৬০ টাকা। তেলগুলো আগের মূল্যে কেনা ছিল। আজ সকালে নির্ধারিত মূল্য অনুযায়ী তেলগুলো উপজেলা পরিষদ চত্বরে বিক্রি করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে দেখা যায়, এই তেল কিনতে কয়েক শ নারী-পুরুষ উপজেলা পরিষদের মুক্তমঞ্চে লাইনে দাঁড়ান। এ সময় একেকজন ক্রেতার কাছে প্রতি লিটার ১৬০ টাকা দরে দুই লিটার করে বিক্রি করা হয়।
সাবরিনা শারমিন বলেন, নিয়মিতভাবে তাঁদের বাজার মনিটরিং চলবে। কোনো ব্যবসায়ী গুদামে সয়াবিন তেল মজুত করে যেন সংকট সৃষ্টি করতে না পারেন, সে জন্য তাঁদের নজরদারি অব্যাহত থাকবে।