লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন নাঈম হাসান। ১১৪তম ওভারে জোড়া উইকেট শিকার করেন তিনি। বিরতির পর এবার সেই ধারাবাহিকতা ধরে রাখলেন সাকিব আল হাসান। ১১৭তম ওভার করতে এসে টানা দুই বলে জোড়া শিকার করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
দ্বিতীয় বলেই ১ রান করা রামেশ মেন্ডিসকে সরাসরি বোল্ড করেন সাকিব। এর পরের বলেই ক্রিজে নামা লাসিথ এমবুলডেনিয়াকে দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এর মধ্য দিয়ে শ্রীলঙ্কার ৮ উইকেটের পতন হয়েছে।
এই রিপোর্ট লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৩৩৫ রান। একাই দেড়শ ছাড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ১৫৩ রানে অপরাজিত আছেন। অপরপ্রান্তে ২ রানে ব্যাট করছেন ভিসওয়া ফার্নান্দো।