বেআইনী নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দিয়ে উৎপাদন চালু করার দাবীতে বিক্ষোভ সমাবেশ

বক্তব্য রাখছেন কাজী রুহুল আমিন, অর্থ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র

গাজীপুরের সফিপুর অবস্থিত এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিঃ, হোম টেক্সটাইল লিঃ, এপেক্স এক্সসরিসজ লিঃ ষড়যন্ত্রমূলক বেআইনী নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দিয়ে উৎপাদন চালু করার দাবীতে আজ ১৫ মে ২০২২ কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শ্রমিক
আন্দোলনরত শ্রমিক

সমাবেশে সভাপতিত্ব করেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম, সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমীন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, কার্যকারী সভাপতি আজিজুল ইসলাম, শ্রমিকনেতা সাইদুল ইসলাম, সভা পরিচালনা করেন কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এনামুল মনি।

শেয়ার করুনঃ