বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব’ এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ২০২১ ব্যাচের পুনর্মিলনী ও বন্ধু পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
(৪মে-বুধবার)পাইকরহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এসএসসি- ২০০১ ব্যাচের এই মিলন মেলা।
দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের। জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই।
এসএসসি-২০০১ ব্যাচের মিলন মেলা উপলক্ষে বিদ্যালয় সবাই এক এক করে মিলিত হতে থাকে। দীর্ঘ সময় পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই পুরনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন, সবাই যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন৷
এই সময়ের শিক্ষার্থীদে সাথে স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন