সিরাজগঞ্জের তাড়াশে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ করা হয়েছে।৭ মে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের উদ্যোগে এ ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
দেশের সকল শিশুদের ঈদ আনন্দের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান ভাবে ঈদ আনন্দ করতে পারে ও ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে সেই দিক বিবেচনা করেই ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণে যান উপজেলার তালম ইউনিয়নের গুল্টা মিশনে।
মিশনে যাওয়ার আগে উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালী করেন। পরে গুল্টা মিশনে সুবিধাবঞ্চিত এতিম ও পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করেন ও অনুষ্ঠানে উপস্থিত সকল শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় ।