পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে নতুন বাংলা বছর ১৪২৯ উপলক্ষে আনন্দ র্যালী ও শুভযাত্রা অনুষ্টিত হয়েছে । উক্ত আনন্দ র্যালি অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেরারম্যান মীর মনজুর এলাহী । আনন্দ র্যালীটি কাশিনাপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয় ।
এই সময়ে ইউপি চেয়ারম্যান মীর মনজুর এলাহী বলেন বাংলা বর্ষবরণ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে বিশ্ব বাঙালির প্রধান প্রাণের উৎসব, বাঙালি ঐতিহ্যের অঙ্গ। আমাদের প্রত্যাশা, বছরের এই উৎসবের ধারায় বাঙালির প্রত্যাবর্তন হবে সংযমী, প্রাণবন্ত, আনন্দঘন এবং বিপর্যয় বিনাশের অঙ্গীকারে বলীয়ান। এ যেন মহামারি ও জরা থেকে গাঝাড়া দিয়ে নতুন আনন্দে জেগে ওঠার উজ্জীবনী মন্ত্র।বাঙালির জীবনে ১৪২৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক তিনি প্রত্যাশা করেন ।
ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক বলেন পুরোনোকে বিদায় জানিয়ে নতুন আসে ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আমরা নতুনকে বরণ করছি । নতুন সর্বদায় আমাদের সমাজ সামনে এগিয়ে যাবে উৎসবে আনন্দে,প্রীতি ও ভালবাসার বিনিময়ে সমাজ সুন্দর হয়ে গড়ে উঠবে এমটা তিনি কামনা করেন |
এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: নজরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম,মোছাঃ রেখা আক্তার , মোছাঃ রেহেনা খাতুন, মোছাঃ হালিমা খাতুন মুন্নি, মোঃ সজিবুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃআঃ হান্নান, মোঃ ইনামুল হক সজিব, মোঃ আঃ মানিক, মোঃ শাহিন, মোঃ শামিম, শ্রী পিপুল চন্দ্র দাস, মোছাঃ নাহিদা খাতুন,মোঃ আঃ ছাত্তার ফকির, শ্রী মিলন চন্দ্র সরকার , মোঃ আল আমিন, মোঃ নিকবার, শ্রী পলাশ চন্দ্র সুত্রধর, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ |