বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ “পহেলা বৈশাখ” উপলক্ষে কাশিনাথপুর বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন “ অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবলারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল|
সৌখিন ফুটবল ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল মানবতার সেবায় প্রতিনিয়ত প্রচার প্রচারণার মানুষের মাঝে তুলে দিতে অন্যবদ্য ভুমিকা পালন করে আসছে।
অ্যাসোসিয়েশন অব সৌখিন ফুটবলারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রহমান কাজল বলেন, আজ বাংলা নববর্ষের এই শুভক্ষণে পাবনা-কাশিনাথপুর এলাকাবাসী সহ দেশবাসী, প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে , নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়। তিনি আরোও বলেন সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪২৯ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।