গাজীপুরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকনেতা কাজী রুহুল আমিনের আহবান। বেতন – বোনাস না দিলে মালিক সমিতি অফিস, সরকারি দপ্তর তো বটেই প্রয়োজনে মালিকের বাড়ি ঘেরাও করে আদায় করতে শ্রমিক কর্মচারী ভাই বোনেরা প্রস্তুতি নিন।
আজ ১১ এপ্রিল ২০২২ সোমবার বিকাল ৪টায় পাশাগেইট, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর একই মালিকানাধীন এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও হোম টেক্সটাইল শ্রমিক ইউনিয়ন এর দুটি শ্রমিক ইউনিয়ন এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক মনি’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি শহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি শ্রমিকনেতা কাজী রুহুল আমিন।
সভায় আলোচনা করেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির খোকন, কালিয়াকৈর আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম সহ স্থানীয় নেতারা।
সভায় শ্রমিকনেতারা ২০ রমজানের মধ্যে ১ মাসের বেসিকের সমান ঈদ বোনাস, ঈদের আগে বকেয়া বেতনসহ এপ্রিল মাসের পূর্ণ বেতন প্রদান ও জাতীয় ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা’র দাবী জানান।