পাবনার সাঁথিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ||

উপজেলা প্রশাসন, সাঁথিয়া, পাবনা জেলা  কর্তৃক আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ ও বিশেষ মোনাজাত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ।

এই সময়ের বক্তরা বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে  হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসার  এস এম জামাল  আহমেদ , উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল – মাহমুদ দেলোয়ার,মোঃ মনিরুজ্জামান সহকারি কমিশনার (ভুমি), আবু দায়েন অধ্যক্ষ  এডভোকেট শামসুল হক কলেজ,   মো: সোহেল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, মোছা: সেলিমা সুলতানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুনঃ