সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড-২ ফুটওয়্যার লিমিটেড নামের জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে এক নারী ও দুজন পুরুষ নিহত হন। ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগুনে দগ্ধ হয়ে এক নারী ও দুজন পুরুষ নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। একসময় ধোঁয়া বেড়ে যায় এবং আগুনের শিখা দেখতে পান তাঁরা। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।