সিপিবির দ্বাদশ কংগ্রেসের তারিখ পুনঃনির্ধারিত

নতুন তারিখ ২৫-২৮ ফেব্রুয়ারি, ২০২২

গতকাল ১ ফেব্রুয়ারি, ২০২২ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভায় চলমান করোনা অতিমারি পরিস্থতিরি কারণে দ্বাদশ কংগ্রেসের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি, ২০২২ সিপিবি’র দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম পুনঃনির্ধারিত তারিখে দ্বাদশ কংগ্রেস সফল করার জন্য পার্টির সকল সদস্য, কর্মিদের প্রতি আহবান জানান। একইসাথে সমর্থক, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে দ্বাদশ কংগ্রেস সফল করার জন্য নৈতিক ও আর্থিক সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

শেয়ার করুনঃ