পাবনা-কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত |

পাবনা জেলার সাঁথিয়া  উপজেলাধীন  ৬নং কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও নবনির্বাচিত মেম্বারদের প্রথম কর্যদিবস    অনুষ্ঠিত হয়েছে  ।

রবিবার ১৬জানুয়ারী-২০২২ইং তারিখে   কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের  কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান  ও নবনির্বাচিত  সকল মেম্বারগন উপস্থিত হয়ে প্রথম কার্যদিবসের শুভ সুচনা করেন । উল্লেখ্য যে  কাশিনাথপুর ইউপি নির্বাচন ২৮নভেম্বর-২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়েছিল ।

প্রথম কার্য দিবসে  উপস্থিত ছিলেন ৬ বারের সফল নবনির্বাচিত   চেয়ারম্যান  মীর মন্জুর এলাহী  ও ১ নং ওয়ার্ড মোঃ মোজাম্মেল হক,  ২ নং ওয়ার্ড, মোঃ সজিবুল ইসলাম (সুজন) ,  ৩নং ওয়ার্ড মোঃ মনছের আলী,  ৪ নং ওয়ার্ড, মোঃ রফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড মোঃ হান্নান,  ৬নং ওয়ার্ড মোঃ ইমদাদুল হক। ৭ নং ওয়ার্ড, মোঃ মানিক। ৮নং ওয়ার্ড, মোঃ শাহিন , ৯নং ওয়ার্ড, মোঃ শামীম হোসেন, সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ ওয়ার্ড, মোছাঃ রেখা খাতুন,  ৪,৫,৬,ওয়ার্ড,মোছাঃ রেহেনা খাতুন, ৭,৮,৯ ওয়ার্ড, মোছাঃ মুন্নি ।

চেয়ারম্যান  মীর মন্জুর এলাহী   বলেন আমি সকল সদস্যদের সাথে নিয়ে এবং জনগণের সার্বিক সহযোগিতায়  কাশিনাথপুর  ইউনিয়নকে আরো একধাপ এগিয়ে নিতে চাই। তিনি আরো বলেন আমি জনসাধারণের  ভোটে নির্বাচিত চেয়ারম্যান। । আমি দ্বিধা বিভক্ত ভুলে গিয়ে সকলের প্রতি সমান অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ।

নবনির্বাচিত সকল  সদস্যাগন  বলেন সকল ভেদাভেদ ও দলমত নির্বিশেষে আমরা জনসাধারণের খাদেম হিসেবে কাজ করে যাব ।সেই সাথে ইউপির  সদস্য ও সদস্যাগন  সবার সহযোগিতা কামনা করেন ।

 

 

শেয়ার করুনঃ