পাবনার বেড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু ||

পাবনার বেড়ায়  কলেজ শিক্ষার্থীদের আজ ২৪/১১/২০২১ইং বুধবার সকাল হতে  করোনার টিকা দেওয়া  শুরু হয়ে বিকাল পর্যন্ত এই কার্যক্রম চলে । বেড়া আলহেরা স্কুল এন্ড কলেজে  ক্যাম্পাসে  এই টিকাদান কর্মসুচী পালিত হচ্ছে।

প্রথম দিন বেড়া সরকারি কলেজ, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রী কলেজ, আলহেরা একাডেমি  স্কুল এন্ড কলেজ ও ইছামতি কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচ্ছে  ।টিকা কারা পাবেন, তা নির্ধারণের দায়িত্বে রয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। আর টিকা ব্যবস্থাপনার কাজ করছে সিভিল সার্জন কার্যালয়।

টিকা  নেওয়ার জন্য শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন লাগবে না। টিকা  নেওয়ার  জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড নিয়া কেন্দ্রে এসে টিকা গ্রহন করতে  পারবে । পরবর্তী ডোজের টিকার জন্য ওই  কার্ড অংশ নিয়ে আসতে হবে। টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীরা সকাল হতেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য  লক্ষ্য করে গেছে ।

২ডিসেম্বর  তারিখে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে এরই  প্রেক্ষিতে প্রথম ধাপে  এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়-পাবনা।

 

শেয়ার করুনঃ