২৮নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা জেলার সাঁথিয়া উপজেলাতে নিবার্চনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা ।
প্রার্থীরা আচরণ বিধি ভঙ্গ করে নিবার্চনী প্রচারণা করে যাচ্ছেন এমন খবরের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ও আর আতাইকুলার বনগ্রাম বাজারে এলাকায় আচরণ বিধি ভঙ্গ দায়ে দুই প্রার্থীকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মোঃ মনিরুজ্জামান ।
২২/১১/২১ তারিখ সোমবার সাথিয়া উপজেলার গৌরিগ্রাম ও আর আতাইকুলার বনগ্রাম বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করে ট্রাক ও মাইক্রোযোগে শোডাউন করার অপরাধে দুই প্রার্থীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান জানান, আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীরা প্রচারণা চালানোর দায়ে জরিমানা করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এছাড়াও সকল প্রার্থীকে আচরণ বিধিমালা মেনে চলার জন্য সবাইকে তিনি অনুরোধ জানান .