সাঁথিয়ায় সহকারি কমিশনার ( ভৃমি ) সাথে নিউজ টেন টেলিভিশনের সাংবাদিক বৃন্দ এর সৌজন্য সাক্ষাৎ

পাবনার জেলার সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) মো:মনিরুজ্জামানের সাথে ২৫ই উত্তর

সকাল ১১টার সময় তার নিজ অফিস কক্ষে নিউজ টেন টেলিভিশনের প্রতিনিধির সাথে সৌজন‍্য সাক্ষাত

ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্হিত ছিলেন নিউজ টেন টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি

শামীম আহমেদ ও স্টাফ রির্পোটার মো :রাকিবুল হাসান ও সাঁথিয়া প্রেস ক্লাবের কোষাধক্ষ‍্য সাংবাদিক মো

আবু সামা প্রমুখ।

সাক্ষাৎকালে সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) মো:মনিরুজ্জামান বলেন,

আমার অফিসকে একটি সেবা বন্ধ অফিস হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের ভোগান্তি দূর করার

জন্য যা যা করা দরকার আমি সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার

জন্য সাথিয়া উপজেলা ভূমি অফিস, ডিজিটাল ভূমি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। হয়তো একটু সময়

লাগবে তবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। সেক্ষেত্রে সাংবাদিক সহ সকলের

সহযোগিতা একান্ত কাম্য।

এ সময় নিউজ টেন টেলিভিশনের (আইপিটিভি) স্টাফ রিপোর্টার রাকিবুল

হাসান বলেন, আমরা কাজ করি দেশ ও গণমানুষের, আমরা প্রাধান্য দেই সত্য ও স্বচ্ছতাকে। সত্য ঘটনা

সবার আগেই তুলে ধরার জন্য চেষ্টা করি। আশা করি আমাদের অগ্রযাত্রা সবধরনের সহযোগিতা

আপনাদের কাছে পাব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব ।

শেয়ার করুনঃ