২০ হাজার টাকা মজুরি আদায়ে ৬ কোটি শ্রমিকদের ঐক্য বদ্ধ লড়াইয়ের আহবান

শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি ত্যাগ করে মালিকদের কোলে থাকায় লড়াই-ই আমাদের এক মাত্র পথ-সহিদুল্লাহ চৌধুরী

অবিলম্বে জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবীসহ নির্মাণ শ্রমিকদের ৬ দফার দাবীতে আজ ২২ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে নির্মাণ শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি প্রবীণ শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী।

সহিদুল্লাহ চৌধুরী তিনি বলেন, আমাদের দাবি আদায় করতে চাইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিকদেরই কাজ করতে হবে। মুজিবের পক্ষে প্রত্যক্ষভাবে শ্রমিকরা কাজ করেছে। শ্রমিকরাই আন্দোলন করে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে ছিনিয়ে নিয়ে এসেছে। কিন্তু আওয়ামীলীগ সরকার এখন শ্রমিকদের ভুলে গিয়েছে। বঙ্গবন্ধুর নীতি ত্যাগ করে শেখ হাসিনা এখন মালিকদের কোলে। তাই লড়াই আমাদের একমাত্র পথ।

রুহুল আমিন, ২০ হাজার টাকা মজুরি আদায়ে ৬ কোটি শ্রমিকদের ঐক্য বদ্ধ লড়াইয়ের আহবান জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য ইদ্রিস আলী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টিউসির আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টু, গার্মেন্ট শ্রমিক টিইউসির আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুন, টিইউসির আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহসভাপতি আফজাল হোসেন।

সমাবেশে জাতীয় নূন্যতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, কর্মক্ষেত্রে দূর্ঘটনাজনিত স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দূর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

নদের চাঁন মিয়ার সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নবীয়াল ফকির।

সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সহ সাধারণ সম্পাদক মামুন দেওয়ান, আলম পারভেজ, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহন মিয়া প্রমুখ।

শেয়ার করুনঃ