পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ডেমড়া সড়কের লক্ষীপুর ব্রীজের পাশে ২১/ ১০/২০২১ইং বৃহস্পতিবার সকালে নছিমন দুর্ঘটনায় রানী খাতুন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নছিমনের চালককে আটক করেছে জনতা।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধুলাউড়ি বাজার থেকে একটি নছিমন ডেমড়ার দিকে যেতে লক্ষীরসভ ব্রীজের পাশে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী রানী খাতুনকে চাপা দিয়ে ইসমাইলের ঘরের মধ্যে ঢুকে পড়ে।
এলাকাবাসীরা গুরুতর আহত রানীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। রানী বিলচাপরী গ্রামের আঃ বারেকের স্ত্রী। এলাকাবাসী নছিমন চালক বাউশগাড়ী গ্রামের রানাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে মর্গে প্রেরনের ব্যবস্থা হচ্ছে। চালককে আটক করা হয়েছে।