পাবনার সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি ক্যানাল পাড়া এলাকার মো: কুদরত আলী ফকিরের বাড়িতে ১৬/১০/২০২১ইং তারিখ শনিবার রাত্র আনুমাকি ১.৩০ মিনিটের দিকে বাড়িতে আগুন লেগে একটি গরু পুড়ে যায় ।
কয়েল এর আগুন হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমকি ভাবে জানা যায় । এতে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এলাকাবাসি জানান । স্থানীয় লোকজন জানান মো: কুদরত আলী ফকিরের গরু ও ঘরটি ছিল একমাত্র সম্বল ছিল । সবহারিয়ে তিনি এখন অসহায় হয়ে পড়েছে ।
এলাকার জনপ্রতিনিধি মো: আশরাফ আলী জানান তাকে সহযোগিতা করিলে তিনি এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন, তিনি আরোও বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর মাধ্যমে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।