কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দুটি মন্দিরে ১৩-১০-২০২১ ইং রোজ বুধবার ভিডিপি দলনেতা ফজলে রাব্বী রানার উদ্যোগে আগত দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণের সময় মন্দির পরিদর্শন করেন সৈয়দা শাহানা সুলতানা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) দৌলতপুর, কুষ্টিয়া।
মন্দির পরিদর্শন শেষে উপস্থিত সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সামাজিক দুরুত্ব বজায় থাকতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা প্রচার প্রচারণা করা হয়। উল্লেখ দেশে করোনাভাইরাস লক্ষণ দেখার পর থেকে বিস্তার রোধে সম্মুখ যোদ্ধা হিসেবে ভিডিপি দলনেতা ফজলে রাব্বী রানা কাজ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ পশ্চিম ফিলিপনগর দাসপাড়া দূর্গা মন্দিরের সভাপতি শ্রী খোকন দাস, সম্পাদক শ্রী নেপাল দাস। ও শ্রী শ্রী সার্বজনীন অমিতা রায় মন্দির, পূর্ব ফিলিপনগর কর্মকার পাড়া এর সভাপতি অর্জুন কুমার রায়, সহসভাপতি ডাঃ সুর্বত কুমার দে,সম্পাদক সনজিত কুমার কর্মকারসহ প্রমুখ ।