শক্তি ফাউন্ডেশনের উদ্দ্যোগে পাবনা- কাশিনাথপুরে করোনা সচেতনতায়  মাস্ক বিতরণ:

করোনা ভাইরাস প্রতিরোধে শক্তি ফাউন্ডেশনের উদ্দ্যোগে পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুরে জনসচেতনায় মাস্ক বিতরণ করা হযেছে ।

১১ সেপ্টেম্ব  সকাল  ১০ ঘটিকায় সময়ে শক্তি ফাউন্ডেশনের কাশিনাথপুর শাখার ম্যানেজার রমেন্দ্রনাথ হালদার এর পরিচালনায় কাশিনাথপুর সাঁটিয়াকোলা রেল স্টেশন এলাকায় এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয় । নানা শ্রেনীর মানুষের  মাঁঝে মাস্ক বিতরণের মাধ্যমে করোনা ভাইরাস বিষয়ে সচেতনামূলক কার্যটি পরিচালিত হয় ।

জনসচেতনাতয় মাস্ক বিতরণ কালে  শক্তি ফাউন্ডেশনের কাশিনাথপুর শাখার    ম্যানেজার রমেন্দ্রনাথ হালদার বলেন, করোনা ভাইরাস হতে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সরকারি স্বাস্থ্য বিধিপালন করতে সেই সাথে মাস্ক পরিধান সহ শারিরিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে তাহলেই এই রোগ হতে আমরা কিছুটা হলেও রক্ষা পাব ।

এই সময়ে  উপস্থিত  ছিলেন, বশির, মো: ইকবাল হোসেন, মো: মমিন, গোসাই  মো: সোলাইমন সহ প্রমুখ  ।

শেয়ার করুনঃ