আজ বুধবার ৮-৯-২১ ইং তারিখে দৌলতপুর উপজেলার ফিলিপনগর দাখিল মাদ্রাসায় সারাদিন দিন ব্যাপী ভাই ভাই ক্লাব স্বেচ্ছায় রক্তদান কুষ্টিয়া ফাউন্ডেশন ও রানা এন্টারপ্রাইজ দফাদারপাড়া, ফিলিপনগর এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গুরুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে মোঃ ইউনুছ আলী সুপার ফিলিপনগর দাখিল মাদ্রাসা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা প্রধান শিক্ষক বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আসাদুজ্জামান প্রধান শিক্ষক ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল বাকী সহকারী সুপার ফিলিপনগর দাখিল মাদ্রাসা, মোঃ আলী আজগর প্রধান শিক্ষক কাচারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ রমজান আলী প্রধান শিক্ষক শহিদ ইয়াকুব আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুর রাজ্জাক সহকারী শিক্ষক ফিলিপনগর দাখিল মাদ্রাসা , মোঃ বজলুর রশীদ সহকারী শিক্ষক মওলানা ফিলিপনগর দাখিল মাদ্রাসা, মোঃ জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক ক্বারী ফিলিপনগর দাখিল মাদ্রাসা, মোঃ হাবিবুর রহমান সহকারী শিক্ষক ফিলিপনগর দাখিল মাদ্রাসা, মোঃ মামুন অর রশিদ অভিভাবক সদস্য ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, অ্যাডভোকেট মোঃ শিহাব উদ্দিন, মোঃ তোষার ইমরান, মোঃ মামুনুর রশিদ, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ ফজলে রাব্বী রানা ইউনিয়ন দলনেতা ভিডিপি, ফিলিপনগর ইউনিয়ন, দৌলতপুর, কুষ্টিয়া প্রমুখ।