গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা পাবনা জেলা সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর স্টেশন পরিদর্শন করেন ও এলাকার সুধী সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন |
০৪সেপ্টেম্ব-শনিবার রেল সচিব মোঃ সেলিম রেজার কাশিনাথপুর আগমন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ সেবকগণ ও প্রয়াস পাঠাগার – সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কাশিনাথপুর রেল স্টেশনে অবস্থান করেন এবং সচিব মোঃ সেলিম রেজাকে ফুলের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান |
রেল স্টেশন পরিদর্শন শেষে এলাকার সুধীজনের সাথে এক মতবিনিময় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন , এই সময় উল্লাপাড়া রেললাইন, কাশীনাথ পুর থেকে রাজশাহীতে যাওয়ার টিকিট সংখ্যা বাড়ানো , বরট (কাশীনাথ পুর)স্টেশনে একটি মসজিদ নির্মাণ করা, বরাট স্টেশন হতে হাইওয়ে(ডাবতলা) পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন |এছাড়াও বর্তমান সরকারের রেল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কর্মসূচী ও উন্নয়ন প্রকল্প গুলো নিয়ে আলোকপাত করেন উক্ত আলোচনা সভায়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যপক মফিদুল হোসনে শাহিন( সভাপতি প্রয়াস পাঠাগার) আঃ মতিন ( প্রঃশিক্ষক) ,ফজলুর রহমান (শিক্ষক ও সমাজ কর্মী) মুকু মনির(শিক্ষক)- , রেলের উর্ধতন কর্মকর্তাগন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন স্তরের সুধী জন ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।