পাবনা-সাঁথিয়ায় তাঁতীদের মাঝে উপহার হিসেবে খাদ্য বিতরণ।

পাবনার সাঁথিয়া উপজেলায়  বাংলাদেশ তাঁত বোর্ড ব্যাসিক সেন্টার কর্তৃক আয়োজনে করোনার কারণে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়েছে এমন এমন পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য বিতরণ করা হয়েছে ।

২রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সময়  সাঁথিয়া উপজেলা পরিষদ  চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিত্বে খাদ্য বিতরণ  অনুষ্ঠানের উপস্থিত ছিলেন   উপজেলা চেয়ারম্যান মোঃআব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃসোহেল রানা খোকন,  বাংলাদেশ তাঁত বোর্ড সহ সভাপতি এম জি মোস্তফা ও বাংলাদেশ তাঁত বোর্ড পাবনা জেলা শাখা সদস্য সচিব সৌরদি, মোছা: সেলিমা সুলতানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাঁথিয়া ২ নং তাঁতী সমতির সভাপতি আবু সামা সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

করোনা কালীন সময়ে  আর্থিক ক্ষতিগ্রস্তদের মাঝে  জন প্রতি ১০কেজি করে চাউল  হিসেবে ২২০জন ব্যক্তির  হাতে উপহার হিসেবে  চাউল তুলে দেওয়া হয় ।

শেয়ার করুনঃ