পাবনা-সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত |

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি – এ স্লোগান সামনে রেখে পাবনা- সাঁথিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ইং  উদযাপন উপলক্ষে পাবনা- সাঁথিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ( আরএমও) ডা: আবদুল্লাহ আল মামুন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস অধিদপ্তর ৭ দিনের কর্মসূচি গ্রহণ করেন এবং উক্ত অনুষ্ঠানে বক্তব্য  প্রদান করেন  উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোবাশ্বীর হোসেন ।

 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন- সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সম্পাদক আবুল কাশেম, সাবেক সেক্রেটারি মানিক মিয়া রানা, সহ – সভাপতি মনসুর আলম খোকন, প্রভাষক জালাল উদ্দীন, প্রভাষক আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক আলিউল ইসলাম ওলি, আবু ইসহাক, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,ফারুক হোসেন,তাইজুল ইসলামসহ প্রমুখ ।

শেয়ার করুনঃ