পাবনা জেলা নগর বাড়ি কাশিনাথপুর বগুড়া মহাসড়কে সাটিয়াকোলা বরাট (বটতলা) নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।
২৪/০৮/২০২১ আগস্ট (মঙ্গলবার) বিকেলে কাশিনাথপুর হতে বগুড়া যাওয়ার পথে খন্দকার লাইন নামক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদের যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে কাশিনাথপুর স্বাস্হ্য কেন্দ্র সহ বিভিন্ন ক্লিনিক হসপিতালে চিকিৎসা প্রদান করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায় যে যাত্রীবাহি গাড়িটি যাত্রী নিয়ে কাশিনাথপুর হতে বিকাল ৪ ঘটিকায় সময়ের বগুড়ার দিকে যাওয়ার সময় বরাট (বটতলা) নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রন হাড়িয়ে গাছের সাথে ধাক্কা খায় সাথে সাথে গাড়িটি দুমরে মুচরে যায় । শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি এলাকাবাসী সুত্রে জানাযায় ।