আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ, তবে কেনো নয় স্বেচ্ছায় রক্তদান, এক ব্যাগ রক্তই যেনও বাঁচাতে পারে একটি জীবন এই স্লোগান সামনের রেখে সাতক্ষীরা মানবিক সেবা টিম ও আস্থা রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি ব্লড গ্রুপিং নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ।
শ্যমনগর উপজেলা শাখার উদ্দোগে সাতক্ষীরা জেলার শ্যমনগর উপজেলার ভুরুলিয়্ ইউনিয়নের যাহাজঘাটা গ্রামে ফ্রি ব্লড ১৭ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী সকাল হতে বিকাল পর্যন্ত রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন কার্য পরিচাওনা করেন সাতক্ষীরা মানবিক সেবা টিম ও আস্থা রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবীগণ ।
উক্ত ব্লড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মানবিক সেবা টিমের সভাপতি ও প্রতিষ্ঠাতা ইয়াছিন আলী, ও আস্থা রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন , সহ সভাপতি সাগর হোসেন , দপ্তর সম্পাদক সুমন কুমার , আস্থা রক্তদান সংস্থার আঃরহমান, মিসবাহ উদ্দীন, আশরাফুল নাজমুল সহ প্রমুখ ।