লড়াই করেই ন্যাশনাল কেমিক্যাল শ্রমিকদের দাবি আদায়ের ঘোষণা দেন শ্রমিকনেতা কাজী রুহুল আমিন
আজ ১৭ আগষ্ট সকাল ১১ টায় ন্যাশনাল কেমিক্যাল শ্রমিক ইউনিয়নের সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র(টিইউসি)’র কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, সাংগঠনিক শক্তির বলে বলিয়ান হয়ে লড়াই করা ছাড়া শ্রমিকদের কোনো দাবি আদায় হয়না।
ন্যাশনাল কেমিক্যাল তার ব্যতিক্রম নয়। যতটুকু দাবি আদায় হয়েছে লড়াইয়ের ফলেই হয়েছে। আগামীকাল মন্ত্রীসহ রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিতদের সাথে আলোচনা করা হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন টিইউসি’র নেতা কাজী রুহুল আমিন।
ইউনিয়নের সভাপতি মাফুজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন টিইউসি জেলা কমিটির নেতা জালাল হাওলাদার, ইউনিয়ন এর সাধারণ সম্পাদক রাসেল মিয়া , সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ আলী,(আব্দুল্লাহ্) দপ্তর সম্পাদক আলতাব হোসেন, মুনসুর আলী, আবুল কাসেম, জয়নাল আবেদীন প্রমুখ।