কবিতার নামঃ বঙ্গবন্ধু

কবিতার নামঃ বঙ্গবন্ধু

বঙ্গ বন্ধু তুমি বেঁচে আছ
ষোল কোটি
মানুষের হৃদয়ে।

তুমি বেঁচে আছ গর্বের,
অহংকারের আমাদের
ঐ জাতীয় লাল
সবুজের পতাকায়।

বেঁচে আছ তুমি রবীন্দ্রনাথের
‘আমার সোনার বাঙলা’
আমি তোমায় ভালোবাসি
জাতীয় সংগীত ও কবিতায়।

তুমি মিশে আছ শহীদ
মিনারের বেদিতে
ভোরে সকল মানুষের
অর্পণ করা লাল গোলাপ,
রজনী গন্ধা,
জবা নানা ফুলের
পাপড়িতে।

তুমি আরো বেঁচে আছ
স্মৃতি সৌধের উচু
মিনারের চুড়ায়।

আরো বেঁচে আছ শহীদ
বুদ্ধিজীবি শহীদ মিনারের
পাশে কবর দেওয়া শত শত
শহীদের মাটির সাথে।

মিশে একাকার হয়ে তুমি আছ
নতুন জিবন নিয়ে,
নতুন স্বপ্ন নিয়ে,
একদিন হঠাৎ জন্ম নিয়ে
ফিরে এসেছ অজান্তে লক্ষ
লক্ষ তরুন তরুনীর মাঝে।

তুমি আছ গল্প, কবিতা গান,ছড়ায়
প্রবন্ধ,ও সাহিত্যের পাতায়
জীবন্ত হয়ে।

তুমি বেঁচে আছ গ্রাম বাঙলার
হাটে মাঠে ঘাটে কৃষক
কৃষাণি, তাঁতি, জেলে,আপা মোর
জনতার মাঝে।

তুমি মিশে আছ
সকালে শিশির ভেজা
সবুজ ধানের শীষে।

তোমার মরন নেই
তুমি এখনও বেঁচে আছ
তুমি অবিনশ্বর
জীবন্ত এক মুর্ত প্রতীক।

কবি ও লেখকঃ
আনিছুর রহমান, মিরপুর, ঢাকা
১৫/০৮/২০২১.

শেয়ার করুনঃ