পাবনার সাঁথিয়া উপজেলায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ আগস্ট সকাল দশটায় মডেল কেয়ারটিকার মো:রিজাউল করিমের সঞ্চালনায় এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো:রেজাউল করিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম,জামাল আহমেদ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো হেলাল উদ্দিন,সহকারী কমিশনার ( ভূমি ) মনিরুজ্জামান প্রমুখ । অনুষ্ঠানের শেষে মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটিকার মাওলানা আতিকুল ইসলাম।