জাস্টিস ফর পরীমণি’ স্লোগান নিয়ে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’র প্রতিবাদ সমাবেশ

বর্ষীয়ান সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফ্‌ফার চৌধুরী বলেছেন, ‘পরীমণিকে গ্রেপ্তার করা এবং তাকে হ্যারাস করা বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করার প্রমাণ’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরীমণির মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
এর আগে পরীমণির মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে গত ১০ আগস্ট সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠান আব্দুল গাফ্‌ফার চৌধুরী। এ ছাড়া পরীমণি ইস্যুতে উদ্বেগ জানিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি বিবৃতি পাঠান ১৭ নাগরিক। সেখানেও ছিলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা গাফ্‌ফার চৌধুরী।

প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আব্দুল গাফ্‌ফার চৌধুরী বলেন, ‘এ আন্দোলনের সঙ্গে আমি আমার আন্তরিক সমর্থন ঘোষণা করছি। পরীমণির গ্রেপ্তারের ঘটনায় আমি তীব্র প্রতিবাদ করি এবং তার অবিলম্বে মুক্তি দাবি করি।’

‘জাস্টিস ফর পরীমণি’ স্লোগান নিয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয় ‘বিক্ষুব্ধ নাগরিকজন’র ব্যানারে।

এ সময় চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘পরীমণি একজন শিল্পী। আমরা চাই, পরীমণিকে মুক্তি দেওয়া হোক।’
এ নির্মাতা সম্প্রতি ‘প্রীতিলতা’ নামে একটি সিনেমা নির্মাণ করছিলেন, যেখানে প্রীতিতলতা চরিত্রে অভিনয় করছেন পরীমণি।
প্রতিবাদ সমাবেশের অন্যতম সমন্বয়ক রবিন আহসান বলেন, ‘আমরা শুধু পরীমণির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি সমস্ত নারীদের জন্য।

সমাবেশে আরো বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কো-ফাউন্ডার মুশফিকা লাইজু, মানবাধিকারকর্মী বেগম জোনাকি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুজ্জামান শরিফ, লেখক ও মানবাধিকারকর্মী শ্বাশতী বিপ্লব, জাসদ এর তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসুদুজ্জামান মাসুম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।

শেয়ার করুনঃ