বেকারত্বর ভয়
মোঃ হানিফ শেখ
কেনো জানি মনে হলো প্রত্যেকে ঘরে ঘরে বেকারত্বর ভয়
এই শ্রমিক শ্রেণির মুক্তির কথা কেউ বলেনা কোথায় গনতন্ত্র
চারদিকে শুধু হতাশা মানুষের মনে একটি চাকরি চাই
লেখা পড়া থাকলেও চাকরি হচ্ছে না
কি করে উপায়।
বুকে হাজারো কষ্ট মানুষের মনে যেন চাকরি টাই প্রয়োজন
আমি শ্রমিক অধিকার টুকু চাই
সর্ব স্থানে সর্ব ক্ষন
মালিক শ্রেণি সবসময় বলে থাকেন
মুখে বলেন কাজে নেই ধরন
বলে এই তুই কি চাস তোর মরন।
মুহূর্তের মধ্যে ভয়ে থাকে খেটে খাওয়া মানুষ গুলো এ যেন বেকারত্বর ভয়
গার্মেন্টস বুজি না পাটকল বুজি না
চাই সততার হোক জয়
কেনো থাকবো আমরা নীরবে সয়ে
প্রতিবাদ করবো থাকবো লাল পতাকা সামনে নিয়ে।
ক্ষমতা যাদের আছে তাদের কাছে সাধারণ মানুষের কি চাওয়া হয় দুমুঠো ভাত
গাড়ি দিতে হবে বাড়ি দিতে হবে না
তবে কেনো করো উঠত কাত
তোমরা ধনী বলে যা করছো তা ঠিক নয়,
সত্যের জয় ঠিক সময় হয়।
আজ গরীব শ্রেণির মানুষের ঘরে ঘরে
অধিকার থেকে বঞ্চিত
আজ সকল গার্মেন্টস পাটকল শ্রমিক
অত্যাচারে নিপীড়িত লাঞ্চিত
হারিয়ে গেছে খেটে খাওয়ার মানুষের মুচকি হাসির মুহূর্ত
করে শুধু অশুভ আচরণ চারদিকে মন্ত্র।
দুর্নীতি আর চাঁদা বাজি ধর্ষন আর লুটপাটে জিনিসপত্র লাগামহীন
চাকরিতে বেকারত্বর ভয় অসামাজিক আচরণ ক্ষুব্ধ জনগন
বলবো আমি সদা সবসময় এর থেকে
গরীব মানুষের মুক্তি চাই সর্বক্ষণ
চাই না কোনো অজুহাত বা ফতোয়া
এর থেকে কোনো কারন।
কবিতাঃ বেকারত্বর ভয়
মোঃ হানিফ শেখ ৷ তাং-১২/০১/২০২০