কতোটা সহজেই ভেঙে যায় স্বপ্ন-
যেন ঝড়া বসন্তের পাতা!
কতোটা সহজে মরে যায় মানুষ
বেঁচে থাকে শুধু প্রকৃতির মানবতায়।
চাওয়া-পাওয়া আর পাওয়া-চাওয়ার দন্দ মিমাংসায়
বলি হয় কতো যে প্রাণ
কেউ রাখে না খবর, জানেনা সন্ধান।।
একটা স্বপ্ন, একটা আশা
একটু ভুল বোঝাবুঝি, ভেঙে দেয় বাসা
ভালোলাগাকে ঘৃণা আর মিত্রকে শত্রু করতে
লাগেনা সময় ।।
কেউ জানে কি, কলি কিভাবে হয় ফুল?
আমি জানি,
পারমাণবিক যুদ্ধের ন্যায়-
একটু ভুল হতে পারে সমগ্র ধ্বংসের কারণ
তাই করে যাই করো জোরে-
না-বুঝে ভুল বুঝতে বারন।।
কবি ও লেখকঃ পিএম. জাহিদ , আশুলিয়া, সাভার, ঢাকা