সাঁথিয়া পৌর সভা কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু ।

পাবনা-সাঁথিয়া পৌর সভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ১২আগস্ট-বৃহস্পতিবার মেয়র মো মাহবুবুল আলম বাচ্চু এর নেতৃত্বে পৌরসভা এলাকায় বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।

উক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এ উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলার চেয়ারম্যান মো আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার, এস এম জামাল আহমেদ , আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম, অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা ও সাথে সকল কাউন্সিল বৃন্দ।

পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রমে অংশ নিয়ে এই সময়ে বক্তরা বলেন আমরা সবাই মিলে যদি শহরটাকে পরিস্কার রাখি তাহলে এলাকায় সুন্দর পরিবেশ তৈরী হবে যাতে করে নানা ধরণের রোগ হতে আমরা রক্ষা পাবো । সবাই মিলে মিশে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থেকে এলাকার পরিস্কার পরিচ্ছনতা রাখা মাধ্যমে আমরা সাঁথিয়াকে সুন্দর করে গড়ে তুলতে চাই এজন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন ।

শেয়ার করুনঃ