কবিতা: মহামারি করোনা

মানুষ ভয়ে হইলো আতংক
মেলাখেলা সাধু ভঙ্গ
মহাব্বত আর রইল না ।
বিশ্বে এলে মহামারি করোনা ।

করোনার টীকা নিন
সরকারের কথা মেনে নিন
সরকার প্রজার কষ্ট চায়না
এই সরকারকে ভুলে যেওনা ।

হইলে দেশের প্রজার কষ্ট
রাজা পায় আরোও কষ্ট
বর্তমানে ক্ষমতায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা
আমরা কখনোও ভুলিতে পারি না ।

জানপ্রাণ দিয়া করিতেছে চেষ্টা
বাঁচাতে চায় এই দেশটা
দেশের জন্য তাহার কত প্রেরণা
শেখ হাসিনার মতো কেউ হবে না ।
বঙ্গ বন্ধুর মতো আর পাবো না ।

সামনে আরোও মহামরি ,
ছাড়িয়া দাও কুঅহংকারি
সকলই তাহার ছিল জানা
কবি আকবরের এর প্রার্থনা
দয়াল করোনা ভাইরাস দিয়া আর মাইরো না ।

কবিতা: মহামারি করোনা
কবি ও লেখক: মো: আকবার হোসেন (সাগর)
আশুলিয়া, সাভার, ঢাকা । তাং- ০৭/০৮/২০২১ইং

শেয়ার করুনঃ