একমাত্র জনগণের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতিই ভোট চুরির প্রচেষ্টা ঠেকাতে পারে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ‘কাস্তে’ মার্কার মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট চুরি ঠেকাতে সবাই ভোট কেন্দ্রে আসুন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে কাফরুল এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। দিনব্যাপী মিরপুর, কচুক্ষেত, কাফরুল এলাকায় গণসংযোগ করেন তিনি।

‘কাস্তে’ মার্কার মেয়রপ্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, “সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। সকাল সকাল নিজের ভোট দিন। একমাত্র জনগণের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতিই ভোট চুরির প্রচেষ্টা ঠেকাতে পারে। ভোটটাই হচ্ছে নাগরিকদের শাসকগোষ্ঠীকে নিয়ন্ত্রণের হাতিয়ার। বারবার বড়দলগুলো আমাদের সেই অধিকার ছিনিয়ে নিয়েছে। এবার তা হতে দেয়া যাবে না।”

এসময় উপস্থিত ছিলেন, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, যুব ইউনিয়নের সভাপতি হাফিজ আদনান রিয়াদ, সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক যুবনেতা তারিক হোসেন মিঠুল, যুবনেতা অজিত বিশ্বাস, কাফরুল সিপিবির থানার নেতা আলী কাউসার মামুন প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *