আশুলিয়ায় সর্বাত্নক লকডাউন শুরু ।

প্রাণঘাতি করোনা ভাইরাসের মহামারিকালের সবচেয়ে ‘কঠোরতম’ লকডাউন শুরু হয়েছে ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানা সহ সহ সারাদেশে। পবিত্র ঈদ-উল-আযহার ঠিক একদিন পরেই, আজ ২৩ জুলাই-শুক্রবার হতে শুরু হয়েছে এই লকডাউন।

আশুলিয়ার বিভিন্ন স্থানে দেখা গেছে, পুরো এলাকা প্রায় ফাঁকা। সরকারি, বেসরকারি সকল ধরনের অফিস বন্ধ রয়েছে । দোকানপাট,মার্কেট প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা একেবারেই সীমিত দেখা গেছে । জরুরি প্রয়োজন আছে শুধুমাত্র এমন মানুষজনই বাইরে বেরিয়েছেন।
সাভার-আশুলিয়া শিল্প এলাকা হওয়ায় এই এলাকাতে বহু মানুষের বসবাস । সকালের দিকে রাস্তায় মানুষের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও সময় গড়িয়ে বিকালের দিকে তুলনামুলক রাস্তাগুলোতে মানুষের পরিমান বেশি লক্ষ্য করা গেছে । রাস্তায় যানবাহনের পরিমান কম থাকায় বাড়ি হতে ফেরা মানুষগুলো রিক্সা-ভ্যান যোগে গন্তব্যে যেতে দেখা গেছে । রাস্তাতে যানবাহন তেমন না থাকায় যাত্রীদের কয়েকগুন ভাড়ায় রিক্স-ভানে চড়ে যাতায়াত করতে হচ্ছে এমনটা যাত্রী সাধারণগন জানিয়েছেন ।
আশুলিয়া ও সাভার এলাকার মধ্যে দিয়ে মুলত উত্তর বঙ্গ ও দক্ষিণ অঞ্চলের অনেকগুলো জেলার মানুষে ঢাকা শহরে প্রবেশ করে থাকে । সংগত করণে সাভারের নবীনগর এলাকাতে মানুষের চলাচল কিছুটা বেশি লক্ষ্য করা গেছে । তবে সার্বিক ভাবে লকডাউনের প্রথম দিনে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকাতে মানুষজনের অবাদ চলাচলের দৃষ্ট তেমন লক্ষ্য করা যায়নি কারণ শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছ । দীর্ঘ ছুটি থাকার ফলে বাড়িতে চলে যাচ্ছেন এমন মানুষও রাস্থায় দেখা গেছে ।

শেয়ার করুনঃ