“নারায়ণগঞ্জ সেজান ফুড হত্যাকান্ডে” মালিকসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইএলও কনভেনশন আনুযায়ী ক্ষতিপূরণ ও বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস এবং সকল বকেয়া বেতন ও চলতি মাসের অর্ধেক বেতন প্রদানের দাবীতে আজ ১৬ জুলাই ২০২১ শুক্রবার বিকাল ৫ টায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আশুলিয়ার ইউনিক বাসস্টন্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, আশুলিয়ায় থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মজিদ, সহ সাধারন সম্পাদক মামুন দেওয়ান।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন কারখানা মালিক আবুল হাসেমের ঔদ্বত্যপূর্ন বক্তব্যের ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন। ফায়ার সার্ভিসের ঘোষনা অনুসারে কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিলনা। আরো প্রতিয়মান হয় যে বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি ও ইলেক্ট্রিক্যাল সেফটির কোন ব্যবস্থা ছিলনা। এমনকি পুরো কারখানাটি পরিবেশ সম্মত নয় বিধায় সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে পেশাগত- স্বাস্থ্য নিরাপত্তা বিধান কোনভাবে মানা হয়নি। এর পরেও যখন অাগুন জ্বলছে, মানুষ পুরছে এবং বাঁচার তাগিদে শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার জন্য চিৎকার করছিল তখন তাদেরকে কারখানা থেকে বের হতে না দিয়ে উপরন্তু তালাবন্ধ করে আটকে রেখে আগুনে পুরিয়ে হত্যা করা হয়। ইতিপূর্বে রানাপ্লাজা, তাজরীন ফ্যাসন, স্প্যাকট্রাম ও বাঁশখালীসহ শতাধিক ঘটনায় হাজার হাজার শ্রমিককে হত্যা করার পরও হত্যাকারীদের কোন শাস্তি হয়নি। এমনই ধিকৃত ও নিন্দনীয় বিচারহীনতার সংস্কৃতির পূণরাবৃত্তিই “নারায়ণগঞ্জ সেজান ফুড হত্যাকান্ড”। নেতৃবৃন্দ আরো বলেন যে, বারবার শ্রমিক হত্যা শিল্প বিকাশ ও জাতীয় অর্থনীতির জন্য চরম হুমকি। এমতাবস্থায় দেশে সকল শিল্প কারখানায় জীবন ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন যে, আগামী ১৮ জুলাই থেকে দেশের অধিকাংশ গার্মেন্ট কারখানা ছুটি হয়ে যাবে। শ্রমিকদের গত জুনের বেতন শ্রম আইন অনুযায়ী ৮ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার বিধান থাকা সত্ত্বেও ১৯ তারিখ সময় দিয়ে ঘোষণা দেওয়া বে-আইনী ও দায়িত্বহীনতো বটেই এমনকি চরম উস্কানীমূলক মুলক।
গার্মেন্ট শ্রমিকরা জীবনের ঝুঁকি মাথায় নিয়ে উৎপাদন কাজ অব্যাহত রেখেছে, দেশের শ্রমিকসমাজের পক্ষ থেকে ১২ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন-বোনাস এবং ঈদের আগে জুলাই মাসের অর্ধেক বেতন প্রদানের দাবিতে শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন এই বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র দাবী জানিয়ে আসছে। নেতৃবৃন্দ বলেন, বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস এবং সকল বকেয়া বেতন ও চলতি মাসের অর্ধেক বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। কোন প্রকার তালবাহানা সহ্য না করে কঠোর আন্দোলনের মাধ্যমে বেতন – বোনাস আদায় করতে শ্রমিকদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।